ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সচেতন নাগরিকের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রির্পোটার : ইসরায়েলি আগ্রাসন গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায়

সচেতন বিবেকবান নাগরিকের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় স্থানীয় হাসান চত্বরে মানববন্ধন গড়ে তোলা

হয়। আধাঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল

ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, বাংলাদেশ

জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল,

ইসলামি ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি এস এম ফাহিম, ইন্তিফাদা

ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি সাফায়েত আদনান, বৈষম্যবিরোধী ছাত্র

আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব ফাহিম

উদ্দীন, মুখ্য সংগঠক আকাশ, মুখপাত্র আনজুম হাবিবা। বক্তারা গাজায় ইসরায়েলের

বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয়

স্বীকৃতির দাবি জানান। পরে শহীদ হাসান চত্বর থেকে সর্বস্থরের জনতা ও শিশুরা

ব্যানার , প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসভা মোড় হয়ে চুয়াডাঙ্গা সরকারী কলেজ চত্বরে এসে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *