যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। রবিবার (২৩ মার্চ) ভোরে উপত্যকার দক্ষিণের খান ইউনিসে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল স্ত্রীসহ নিহত হয়েছেন।
হামাসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।