ইউরোপীয় ক্লাব ফুটবল চ্যাম্পিয়ন–দৌড়ে কোন দল কোথায়

ইংলিশ প্রিমিয়ার লিগে কাল হেরেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল লিভারপুল। লা লিগায় সর্বশেষ রাউন্ডে জিততে পারেনি শিরোপার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সিরি ‘আ’র শীর্ষ দল ইন্টার মিলানও সর্বশেষ ম্যাচে জয় পায়নি। শিরোপাপ্রত্যাশীদের বাজে এক সপ্তাহে অবশ্য জিতেছে বুন্দেসলিগার এক নম্বর দল বায়ার্ন মিউনিখ।

এ সপ্তাহেই ছয় ম্যাচ হাতে রেখে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসজি। ফুলহামের কাছে সর্বশেষ ম্যাচে হারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এখনো নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য দুটিতে শিরোপা লড়াই এখনো জমজমাট।

সপ্তাহের প্রথম ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এভারটন। ফুলহামের কাছে হেরে সুযোগটা নিতে পারেনি লিভারপুল। তবে এখনো আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা লিভারপুলই শিরোপা জয়ে অবিসংবাদিত ফেবারিট। চ্যাম্পিয়ন হতে শেষ সাত ম্যাচে ১১ পয়েন্ট দরকার দলটির। তবে আর্সেনাল যেভাবে ‘সাহায্য’ করে যাচ্ছে, তাতে এত পয়েন্ট না–ও লাগতে পারে আর্নে স্লটের দলের। শিরোপার লড়াইটা প্রায় একপেশে হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইটাকে জমজমাটই বলতে হয়। শীর্ষ তিন দল লিভারপুল, আর্সেনাল ও নটিংহাম ছাড়াও লড়াইয়ে আছে চেলসি, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *