আলোচিত দর্শনা ডিএস মাদরাসার গভর্নিং বডির অভিভাবক নির্বাচনবিএনপিপন্থী আরিফের প্যানেলকে হারিয়ে জামায়াতের একক বিজয়এ বিজয় দর্শনা মাদরাসা দূর্নীতিমুক্ত প্রত্যাশীদের- রুহুল আমিন

দর্শনা অফিস:
জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজেল (ডিগ্রী) মাদরাসা প্রতিষ্ঠার ৭১ বছরের ইতিহাসে প্রথমবার সরাসরি অভিভাবকদের ভোটে মাদরাসার গভর্নিং বডির আলোচিত অভিভাবক সদস্য নির্বাচন গতকাল মঙ্গলবার জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত আরিফ মাস্টারের প্যানেলকে পরাজিত করে জামায়াত সমর্থিত শহিদুল-শাহ আলম-মনির হোসেন প্যানেল একক বিজয় অর্জন করেছে। এর মধ্যে- বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইবতেদায়ী-দাখিল বিভাগে জামায়াত সমর্থিত মনির হোসেন মুকুল (আম প্রতীক) নিয়ে ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান (মাছ প্রতী) নিয়ে পেয়েছেন ১৫৪ ভোট। আলিম বিভাগে জামায়াতের মাওলানা শাহ আলম (গোলাপ ফুল প্রতীক) নিয়ে ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দীন (হরিণ প্রতীক) নিয়ে পেয়েছেন ১৪৪ ভোট এবং ফাজিল (ডিগ্রী) পর্যায়ে জামায়াতের সুপারিনটেনডেন্ট মাওলানা শহিদুল ইসলাম (সাইকেল প্রতীক) নিয়ে পেয়েছেন ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মকলেছুর রহমান (ছাতা প্রতীক) নিয়ে পেয়েছেন ১৪৬ ভোট।
এর আগে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টায় শেষ হয়। ভোট চলাকালে ভোটাররা ছাড়াও বিপুল সংখ্যক উৎসুক্য মানুষ মাদরাসা প্রাঙ্গণে ভীড় করে। আগের রাতে একটি গ্রুপ কর্তৃক পৌরসভার ৩টি মহল্লায় ভোট কেনার খবর প্রচারিত হওয়ায় উভয় প্যানেল বেশ চাপে ছিল। নির্বাচনে ৫৬৪ জন ভোটারের মধ্যে ৩১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।


এদিকে জামায়াতের প্যানেল বিজয়ী হওয়ায় শুকরিয়া নামাজ শেষে জামায়াত কর্মীরা মিছিল নিয়ে রেলবাজার প্রদক্ষিণ করে। বিজয়ের সংবাদে বিজয়ী প্রার্থী ও নেতাকর্মীদের অভিনন্দন জানাতে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন সন্ধায় দর্শনা মাদরাসায় আসেন এবং বিজয়ীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমূখ করান। এসময় তিনি আবেগপূর্ণ বক্তব্যে বলেন- এ বিজয় মাদরাসার দূর্নীতিমুক্ত প্রত্যাশীদের বিজয়, এ বিজয় মাদরাসার শিক্ষার পরিবেশ প্রত্যাশীদের বিজয়, এ বিজয় যারা মাদরাসা থেকে ইসলামপন্থীদের উৎখাত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে বিজয়। এ বিজয় জনতার প্রত্যাশিত বিজয়। আমরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরীর জন্য সব ধরনের চেষ্টা করবো ইনশাল্লাহ। তিনি মাদরাসার হোস্টেল চালুসহ শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে এনে আবারো মাদরাসাটিকে প্রকৃত আলিম তৈরীর কারখানা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনের মূল দায়িত্বপালনকারী দামুড়হুদা উপজেলার সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ ভোটার, বিজয়ী ও বিজিতদের অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন নবগঠিত গভর্নিং বডি একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *