আলমডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন


আজকের চুয়াডাঙ্গা ➤ নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৬:৪৩ PM
আলমডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন হয়েছে। ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ স্লোগানে আগামী ২৫-৩০ নভেম্বর এ সেবা ও কল্যাণ সপ্তাহ উদযাপন করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলায়নতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, হারদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজনীন সুলতানা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলুল হক।

পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, কৃষি অফিসার রেহানা পারভীন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলুল হক।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুন্জুরুল ইসলাম বেলুর উপস্থাপনায় আরো বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরাত জান্নাত, বিআরডিপি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে