আলমডাঙ্গায় ট্রাকের চাকায় প্রাণ গেল ভ্যানচালকের


আজকের চুয়াডাঙ্গা➤ আলমডাঙ্গা প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৯:৫৩ PM
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় প্রাণ গেল ভ্যানচালকের

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহাসিন (৪০) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সাদা ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহাসিন আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের চকহারদি গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। মহাসিন জীবিকা নির্বাহের জন্য পরিবারের দুই ছেলে ও স্ত্রীসহ কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর গ্রামে বাসাভাড়া করে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসিন ভ্যান নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী কাঠের গুড়ি বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে মহাসিনকে ধাক্কা দেয়। মহাসিন ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে সাথে সাথেই তার মৃত্যু হয়।

নিহত মহসিনের স্ত্রী রিনা খাতুন বলেন, ‘আমার সংসারে আমার স্বামীই ছিল একমাত্র কর্মক্ষম। আমার স্বামী বাড়ি থেকে সন্ধ্যার আগে ভাত খেয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিল। কিন্তু কীভাবে কী হয়ে গেল! এখন আমার সংসারের কী হবে। আমার দুই ছেলের দায়িত্ব কে নেবে। আমার ও আমার সন্তানদের দেখার আর কেউ রইল না। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার স্বামী বলে এসেছিল, আজ ভাড়া মেরে টাকা দিয়ে ছেলের জন্য ফল কিনে বাড়ি ফিরবে।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের সাদা ব্রিজের নিকট কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ বর্তমানে থানা হেফাজতে আছে। পরবর্তীতে আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে