আলমডাঙ্গায় ‘ঈগল’ প্রতীকের সমর্থকের মোটরসাইকলে ভাঙচুরের অভিযোগ


আজকের চুয়াডাঙ্গা ➤ নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ১:৪২ AM
আলমডাঙ্গায় ‘ঈগল’ প্রতীকের সমর্থকের মোটরসাইকলে ভাঙচুরের অভিযোগ

আলমডাঙ্গার জামজামিতে ‘ঈগল’ প্রতীকের সর্মথকদের একটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামজামি ইউনিয়নের টেকপাড়া পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে। সোমবার রাতেই মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন ‘ঈগল’ প্রতীকের সমর্থক রাশেদুজ্জামান রাজিব (৩৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকপাড়া পাঁচলিয়া বাজারে ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী অফিসে সমর্থকরা আলাপ-আলোচনা করছিল। এসময় মোটরসাইকেলযোগে ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে ও বিভিন্ন ভয়-ভীতি দেখায়।

মামলার বাদী রাশেদুজ্জামান রাজিব বলেন, ‘সন্ধ্যায় গ্রামে আমরা ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা নির্বাচনী অফিসে আলাপ-আলোচনা করছিলাম। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা মোটরসাইকেলযোগে সেখানে এসে আমাদের নাম ধরে ও ঈগল সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এসময় আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা লোহার রড দিয়ে আমার মোটরসাইকেলে ভাঙচুর করে এবং আমাদের সকলকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জামজামি ক্যাম্পের (এসআই) তরিকুল বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জামজামি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের কর্মী রাজিব হোসেনের একটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুরকারীদের কাউকে পাওয়া যায়নি।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। থানায় একটি অভিযোগও হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে